প্রতীক্ষা
---প্রতীক্ষা---
কলমে-রশ্মিতা দাস
কাগজের খেয়া ভাসিয়ে দিলাম জলে
সমুদ্দুরে আছড়ে পড়া ঢেউ,
নাম না জানা কান্না যত জমা
নিয়ে গেল বয়ে,জানল না তো কেউ...
সান্ধ্যকালীন ভাঁটার টানে খুঁজি
ঝিনুকের খাঁজে হেলায় হারানো মুক্তো,
হেলায় নিক্ষেপিত হয়েছিল সে যে
আজ খুঁজে ফিরি,দু চোখ অশ্রুসিক্ত...
উদ্দাম প্রেম মুক্ত ডানা মেলে
এসেছিল যেন বিহঙ্গ-রূপী উন্মাদ
দুটি কোমল হৃদের চপলতা
জ্যোৎস্না দিয়ে ভরিয়েছিল চাঁদ...
ছিলাম মত্ত,ছিলাম পাগলপারা
মায়াবী ওই আলোর সূতোর ধাগা,
দিয়ে বুনেছিলেম যে আমৃত্যু
বন্ধনের এ সোনা ও সোহাগা...
কত চড়াই-উতরাই পার করেছি
কত 'রক্ত-কন্টক' করেছি পার,
ছিলাম তখন দৃপ্ত, ছিলাম দৃঢ়
করিনি পরোয়া,কারওর ধারিনি ধার.
হঠাৎ...
কলমে-রশ্মিতা দাস
কাগজের খেয়া ভাসিয়ে দিলাম জলে
সমুদ্দুরে আছড়ে পড়া ঢেউ,
নাম না জানা কান্না যত জমা
নিয়ে গেল বয়ে,জানল না তো কেউ...
সান্ধ্যকালীন ভাঁটার টানে খুঁজি
ঝিনুকের খাঁজে হেলায় হারানো মুক্তো,
হেলায় নিক্ষেপিত হয়েছিল সে যে
আজ খুঁজে ফিরি,দু চোখ অশ্রুসিক্ত...
উদ্দাম প্রেম মুক্ত ডানা মেলে
এসেছিল যেন বিহঙ্গ-রূপী উন্মাদ
দুটি কোমল হৃদের চপলতা
জ্যোৎস্না দিয়ে ভরিয়েছিল চাঁদ...
ছিলাম মত্ত,ছিলাম পাগলপারা
মায়াবী ওই আলোর সূতোর ধাগা,
দিয়ে বুনেছিলেম যে আমৃত্যু
বন্ধনের এ সোনা ও সোহাগা...
কত চড়াই-উতরাই পার করেছি
কত 'রক্ত-কন্টক' করেছি পার,
ছিলাম তখন দৃপ্ত, ছিলাম দৃঢ়
করিনি পরোয়া,কারওর ধারিনি ধার.
হঠাৎ...