...

8 views

বামুন চাঁদ বিষহরি চায়


বামুন চাঁদ বিষহরি চায় ।
দাসী মনের বারুজ্যে বামুনি
সে অর্থ বুঝি না পায় ।
কহে !কি বল বামুন চাঁদ?
তোমার বিষহরি চাই!
জটিল অর্থ বুঝাইয়া কও ।
আসলে দেহে বড় জ্বালা
ঘরের বমুনি মধু
ঢালেনিন কখনো কদু
তাই আমি যে রাতের মেকি বৈরাগী ।
শুধু...