...

7 views

বামুন চাঁদ বিষহরি চায়


বামুন চাঁদ বিষহরি চায় ।
দাসী মনের বারুজ্যে বামুনি
সে অর্থ বুঝি না পায় ।
কহে !কি বল বামুন চাঁদ?
তোমার বিষহরি চাই!
জটিল অর্থ বুঝাইয়া কও ।
আসলে দেহে বড় জ্বালা
ঘরের বমুনি মধু
ঢালেনিন কখনো কদু
তাই আমি যে রাতের মেকি বৈরাগী ।
শুধু ভেক ধারী
তলে তলে পর হরিনীর চামড়া হরি ।
দিনে আমি চশমা ধরি
পাঞ্জাবি মুরি সাজি ভেজা মেকুর
কাঁধে ঝোলা হাতে হীরক রাজার পত্র খানি ।
ভাবে যেন লেখক সুনীল সন্ন্যাসী ।
সারা দিন গদ্য লিখি ।
তাই ক্লান্ত রাতের চাঁদ
বিছানায় মধু রাতে গভীর নিদ্রায়।
তবুও আমি বিষহরি চাই ।
ভার্চুয়াল হামি তে বিশ্বাস রাখি তাই ।
দুচোখ বন্ধ করি
হাটু মাটিতে মুরি
আশা বিষহরি দেহ ঠাসা ॥