...

4 views

সজল
শীত্তকাতুরে আমি
ভেবেই মরি
কবে যাবে কবে যাবে
একঘেয়ে যাত্রা
মাটির দালান কুড়েমি ভর্তি
আলসে দুপুর, কুকুরের দশা
জানা আছে অনেক
তবুও ভন্ড
চেহারায় শ্রী, আলগা শ্রী
নারীর লালিত পশু
জীবনে যাপনে, তবুও
আমি, বিজ্ঞ আমি বড়,
ভন্ডামির একশেষ!
বেয়াদপির সীমা নেই,
ফেটে চৌচির
নাজানি ব্যথা কত,
তবুও বড়ামি
জলের সাথে জুড়ে আছি,
আছি দোদোতেও
হায় মন, অপাপবিদ্ধ কর,
প্রার্থনা করি এই শুধু।

© debashishbhattacharya