...

5 views

বাংলার প্রকৃতি
আজ দেখেছি সেথায়,
দূরের ঐ নীল আকাশের বুকে,
ঠিক যেখানে তোমার বসবাস।
আমি অবিরাম কল্পনায় একেছি ছবি,
রঙিন তুলির আলতো ছোঁয়ায়,
আমি দেখেছি আঁকা বাকা পর্বতে,
তোমার ঐ বুক ফেটে উঠেছে স্তম্ভ,
দূরের ঐ নীল আকাশের বুক ছোঁয়ে।
কত স্বপ্নময় তোমার ছোঁয়া,
ঠিক যেমন চাঁদনি রাতের তারা,
যেখানে শত ঝিঝি পোকা,
ডাকে অবিরাম।
আমি দেখেছি ঠিক সন্ধ্যায়,
পাখির বাসায় আনাগোনা,
ঠিক যেমন প্রেম,
প্রকৃতিতে করেছে খেলা।
© Pk
& The writer