নক্ষত্র
ছায়াপথ আবছা মৃত নক্ষত্রের কাছে
বারে বারে পরিক্রমা সেই চেনা কেউ
আকর্ষিত হয় যুগ যুগ ধরে।
মৃত নক্ষত্র পায় না তার গ্রহকে খুঁজে
মহাকর্ষ ক্রমশ হ্রাস পেতে থাকে।
আঁচড়ে পড়ার গতি নিজেকে
নিজে শেষ করে, নক্ষত্রের মৃত্যু ঘটে।
যুগ যুগ ধরে আকর্ষিত চেনা গ্রহটি
নিজেকে বাঁচিয়ে রাখতে
নতুন নক্ষত্রের ছায়াপথে হাটে।
এভাবেই কত নক্ষত্র শেষ হয়ে যায়
শব্দটুকু আসে না এ পৃথিবীতে।
কোটি কোটি মানুষের মাঝে
হয়তো কোনো একটি মানুষ
তার আলোর ছটা দ্যাখে।
এভাবেই কত মানুষের মৃত্যু ঘটে।।
#মৃত্যু #সুস্_এর_qoutes #Sushmita_das #বাংলা_কবিতা #bestofbengaliqoutes #প্রাক্তন #নক্ষত্র
© সুস্
বারে বারে পরিক্রমা সেই চেনা কেউ
আকর্ষিত হয় যুগ যুগ ধরে।
মৃত নক্ষত্র পায় না তার গ্রহকে খুঁজে
মহাকর্ষ ক্রমশ হ্রাস পেতে থাকে।
আঁচড়ে পড়ার গতি নিজেকে
নিজে শেষ করে, নক্ষত্রের মৃত্যু ঘটে।
যুগ যুগ ধরে আকর্ষিত চেনা গ্রহটি
নিজেকে বাঁচিয়ে রাখতে
নতুন নক্ষত্রের ছায়াপথে হাটে।
এভাবেই কত নক্ষত্র শেষ হয়ে যায়
শব্দটুকু আসে না এ পৃথিবীতে।
কোটি কোটি মানুষের মাঝে
হয়তো কোনো একটি মানুষ
তার আলোর ছটা দ্যাখে।
এভাবেই কত মানুষের মৃত্যু ঘটে।।
#মৃত্যু #সুস্_এর_qoutes #Sushmita_das #বাংলা_কবিতা #bestofbengaliqoutes #প্রাক্তন #নক্ষত্র
© সুস্