“ঝিনুক”
ঝিনুক
•••••••
আমরা যখন সদ্য বুঝতে শিখছি
কোনটা প্রেম আর কোনটা ইনফ্যাচুয়েশন,
কিংবা স্মরণজিতের পাল্টা হাওয়া আর শ্রীজাতর উড়ন্ত জোকারে লীন ;
আর বলতে শিখছি আমার মধ্যেও একটা
অন্য আমি বাস করে,
তখন আমরা সদ্য কলেজে ঢুকেছিলাম।
তারপর দু'বছরে আমাদের মন
নতুন বসন্ত দেখেছে ;
আমার চুম্বনদাগ সযত্নে ঢেকে রেখেছে তুমি—
আমার আদর নিজের করে নিতে চেয়েছ।
ব্যাগের মধ্যেকার শ্রীকান্ত আর চতুরঙ্গ ;
সাহিত্যের আঙিনা থেকে উঁকি দিয়েছে
মনের ঘরে...
পঞ্চমীর দিন শাড়ি...
•••••••
আমরা যখন সদ্য বুঝতে শিখছি
কোনটা প্রেম আর কোনটা ইনফ্যাচুয়েশন,
কিংবা স্মরণজিতের পাল্টা হাওয়া আর শ্রীজাতর উড়ন্ত জোকারে লীন ;
আর বলতে শিখছি আমার মধ্যেও একটা
অন্য আমি বাস করে,
তখন আমরা সদ্য কলেজে ঢুকেছিলাম।
তারপর দু'বছরে আমাদের মন
নতুন বসন্ত দেখেছে ;
আমার চুম্বনদাগ সযত্নে ঢেকে রেখেছে তুমি—
আমার আদর নিজের করে নিতে চেয়েছ।
ব্যাগের মধ্যেকার শ্রীকান্ত আর চতুরঙ্গ ;
সাহিত্যের আঙিনা থেকে উঁকি দিয়েছে
মনের ঘরে...
পঞ্চমীর দিন শাড়ি...