হরিদ্রারাগ
শিরোনাম---হরিদ্রারাগ
কলমে-রশ্মিতা দাস
হলুদ পরাগ পুলকিত, আজি
করে আঁকিবুকি খেলা,
হলুদ ওড়নি দেহমন ছুঁয়ে
হয় "বৈকালবেলা".
সূর্যমুখীর প্রফুল্ল হাসি
শিহরিয়া দেহমনে,
করে যে ছলনা,কোন সে ললনা
যেন বসে মোর সনে...
নদীর আরশি যখন কাঁপিয়া
দোলায় তরীর ছবি,
সূর্যাস্তের সোনাজলে হই স্নাত,
হই ভৈরবী.
চঞ্চলা ওই...
কলমে-রশ্মিতা দাস
হলুদ পরাগ পুলকিত, আজি
করে আঁকিবুকি খেলা,
হলুদ ওড়নি দেহমন ছুঁয়ে
হয় "বৈকালবেলা".
সূর্যমুখীর প্রফুল্ল হাসি
শিহরিয়া দেহমনে,
করে যে ছলনা,কোন সে ললনা
যেন বসে মোর সনে...
নদীর আরশি যখন কাঁপিয়া
দোলায় তরীর ছবি,
সূর্যাস্তের সোনাজলে হই স্নাত,
হই ভৈরবী.
চঞ্চলা ওই...