স্বপ্ন আঁকি
মেঘ দিয়ে স্বপ্ন গড়ি
আকাশের আঙিনায়
কালো মেঘ এসে জোটে
তাকে কি আর মানায়?
বারণ করি তবু আসে
রাগ করে তাই বলি
"আমার সামনে এসেছ যদি
তোমার কান দুটো দেবো মলি"
আমার কান্ড দেখে সূর্য হাসে
মুচকি মুচকি করে
আমি তাই দিলাম শাসিয়ে
"তোমায় মুছে দেবো ধরে"
তবুও বেটার থামেনা হাসি
দিলাম তাকে বাদ
তার আলো চোখ ঝলসায়
আমার দরকার ঐ চাঁদ
সূর্য গেলে দিনও যায়
পাখিরও নেই সাড়া
চাঁদ-ই বা কোথায় গেলো,
তার কিসের তাড়া?
কি আর করি গাছগুলোকেই
রাখলাম...
আকাশের আঙিনায়
কালো মেঘ এসে জোটে
তাকে কি আর মানায়?
বারণ করি তবু আসে
রাগ করে তাই বলি
"আমার সামনে এসেছ যদি
তোমার কান দুটো দেবো মলি"
আমার কান্ড দেখে সূর্য হাসে
মুচকি মুচকি করে
আমি তাই দিলাম শাসিয়ে
"তোমায় মুছে দেবো ধরে"
তবুও বেটার থামেনা হাসি
দিলাম তাকে বাদ
তার আলো চোখ ঝলসায়
আমার দরকার ঐ চাঁদ
সূর্য গেলে দিনও যায়
পাখিরও নেই সাড়া
চাঁদ-ই বা কোথায় গেলো,
তার কিসের তাড়া?
কি আর করি গাছগুলোকেই
রাখলাম...