...

15 views

স্বপ্ন আঁকি
মেঘ দিয়ে স্বপ্ন গড়ি
আকাশের আঙিনায়
কালো মেঘ এসে জোটে
তাকে কি আর মানায়?

বারণ করি তবু আসে
রাগ করে তাই বলি
"আমার সামনে এসেছ যদি
তোমার কান দুটো দেবো মলি"

আমার কান্ড দেখে সূর্য হাসে
মুচকি মুচকি করে
আমি তাই দিলাম শাসিয়ে
"তোমায় মুছে দেবো ধরে"

তবুও বেটার থামেনা হাসি
দিলাম তাকে বাদ
তার আলো চোখ ঝলসায়
আমার দরকার ঐ চাঁদ

সূর্য গেলে দিনও যায়
পাখিরও নেই সাড়া
চাঁদ-ই বা কোথায় গেলো,
তার কিসের তাড়া?

কি আর করি গাছগুলোকেই
রাখলাম শুধু তাই
তারাও যেন শুকিয়ে যায়
বলে "জল আমাদের চাই"

জল আবার কোথায় পাবো?
এতো আজব হয়রানি
উপায়ান্তর না পেয়ে শেষে
কালো মেঘকেই ডেকে আনি

সে বলে "সূয্যিমামাকে
যদি না ডাকো আগে,
একফোঁটাও জল দেবো না"
মুখ ঘুরিয়ে নিলো রাগে

সূর্যের তো পাত্তাই নেই
ডাকে পাঠালাম তাই খবর
কিছুক্ষন পরেই হাজির
সঙ্গে বিপুল লটবহর

পাখি এসেছে, ফুল এসেছে
এসেছে আরো অনেকে
রাখতে হয় সবাইকেই
তাই রাখলামও একে একে

তখনি হঠাৎ ঝমঝমিয়ে
বৃষ্টি এলো জোরে
চিন্তা হলো, স্বপ্নটা বুঝি
ভেসে গেলো সেই তোড়ে

কিন্তু খারাপ হলো না কিছুই
বরং রঙীন হলো আরো
সবাই ভিজে চুপচুপে
কিন্তু দুঃখ নেই কারো

মেঘ ডাকে, ক্ষণপ্রভার সাথে
হাওয়া হয় এলোমেলো
আমার স্বপ্নটাকে অনেক উঁচুতে
উড়িয়ে নিয়ে গেলো...

© Avik Ghosh