...

3 views

" ভোরের বাক্স "
হরিৎ আভায় লালিত দুচোখ-
ভোরের বাক্সে বন্দি।
কচিকলাপাতা বাউল পাখনা-
ভোরের বাক্সে বন্দি।
বাতাবিলেবুর নরম কান্তি-
ভোরের বাক্সে বন্দি।
শ্যাওলা নাড়ির পিচ্ছিল পথ-
ভোরের বাক্সে বন্দি।
আমি তো দেখেছি,
মৎস্যকন্যার তুলতুলে মুখ,চকচকে দাঁত;
রূপকথা হয়ে বন্দি হয়েছে ভোরের বাক্সে।
বুনো পাতায় এক শালিখের উর্দু সংকেত;
ছানি হয়ে গেছে বিড়ালের ঠোঁটে,
অলীক দেয়াল খসে।



© সাহিত্যের নায়াগ্রা❤️