নূতন সুর
---নূতন সুর---
কলমে-রশ্মিতা দাস
মাটির সাথে ঘর বেঁধেছি,
আকাশ যোজন দূরে
সোঁদাগন্ধে উনুন জ্বালাই
আমার অন্তঃপুরে।
সাগরজলের দিগন্তপ্রেম
আঁচলেতে অধরা
থোড় বড়ি খাড়া রোজনামচায়
দেয় না বারিদ সাড়া।
আমার আকাশ মেঠো আঙিনায়
বেঁধেছে সামিয়ানা,
ইন্দ্রধনু কয়েদ করে
ছোট্ট শিশিরকণা।
মনময়ূরীর উদাস ডানা
বৃষ্টি যখন দেখে,
খোঁজে দিগন্ত,পীত বসন্ত
উঠোনের আঁকেবাঁকে।
সজল দুটি...
কলমে-রশ্মিতা দাস
মাটির সাথে ঘর বেঁধেছি,
আকাশ যোজন দূরে
সোঁদাগন্ধে উনুন জ্বালাই
আমার অন্তঃপুরে।
সাগরজলের দিগন্তপ্রেম
আঁচলেতে অধরা
থোড় বড়ি খাড়া রোজনামচায়
দেয় না বারিদ সাড়া।
আমার আকাশ মেঠো আঙিনায়
বেঁধেছে সামিয়ানা,
ইন্দ্রধনু কয়েদ করে
ছোট্ট শিশিরকণা।
মনময়ূরীর উদাস ডানা
বৃষ্টি যখন দেখে,
খোঁজে দিগন্ত,পীত বসন্ত
উঠোনের আঁকেবাঁকে।
সজল দুটি...