...

6 views

মনের মতো
দেখেছি বহুদিন ধরে ঐ দোকান পাড়ের দীঘিটারে ।
দেখেছি মৃদু হাওয়ায় তার সবুজ জলের কম্প ।
দেখেছি তারই পাড়ে ব'সে গৃহিণীর বাসন ধুয়ে যাওয়া ,
দেখেছি স্নানের সময় ছেলেপিলের অগাধ লন্ফ‐ঝম্প ।
দেখেছি দিঘীর জলে আসা অজস্র পানকৌড়ি ,
দেখেছি দিঘীর ধারে ধারে গুগলি ভেসে থাকা —
বহুদিন দেখেছি এই দীঘির পাড়েই বসে
গোধূলিবেলার আকাশেতে নানান ছবি আঁকা ।
শীতের ভোরের বেলায় দীঘির শীতল সমীর
জানলা দিয়ে এসে বহুদিন জাগায়েছে শিহরণ ।
দীঘির জলেরে বাষ্প করেছে
গ্রীষ্মের মধ্যাহ্ন বেলার প্রখর রৌদ্র‐কিরণ ।
আগে এ সবই ছিল খুব সাধারণ ,
বৃক্ষলতা , ঘরের শ্রেণি যত —
স্বাধীন দশায় যা ছিল অপ্রয়োজনীয় ,
আজ বন্দী দশায় তা মনের মতো ।