...

6 views

মনের মতো
দেখেছি বহুদিন ধরে ঐ দোকান পাড়ের দীঘিটারে ।
দেখেছি মৃদু হাওয়ায় তার সবুজ জলের কম্প ।
দেখেছি তারই পাড়ে ব'সে গৃহিণীর বাসন ধুয়ে যাওয়া ,
দেখেছি স্নানের সময় ছেলেপিলের অগাধ লন্ফ‐ঝম্প ।
দেখেছি দিঘীর জলে আসা অজস্র পানকৌড়ি ,
দেখেছি দিঘীর ধারে...