...

7 views

রহস্যময় মহাশূন্য

তুমি আমি আমরা ছিলাম কোথায়!
এই মহাশূন্যের কোনো এক কোনায়!
নাকি অসংখ্য বীর্যের একটি অনু?
এজনম পরজনম গতজনম
আমি তো বুঝি না কিছুই
শূন্য জুড়ে শূন্য সাজাই শুধু
উওর পাই না খুঁজে
তুমি আমি আমরা ছিলাম কোথায়
সাতজনম তো কিছুই মনে নেই
এজনমেই শিখেছি কত কিছু।
কিন্তু খুঁজে পাইনি উওর
তুমি আমি আমরা ছিলাম কোথায়।
এই মহাশূন্যের একটি কোনায় রয়েছি ঠিকই
পিঁপড়ে যেমন নগ্নন্য আমাদের কাছে
পায়ের নীচে যায় পিষে,
আমরা তার থেকেও কোটি গুন ছোটো
বিশ্ব চালায় যে তার কাছে।
শূন্যে শূন্য সাজাই উওর পাই না খুঁজে।
যে বিশ্ব চালায় তাকেও পাই না খুঁজে।।









#শূন্য_জুড়ে_শূন্য_সাজাই #বাংলা_কবিতা #সুস্_এর_quotes #sushmita_das #bestofbengaliqoutes #প্রকৃতি #nature #প্রাক্তন #রহস্য #বাংলা_লেখা
© সুস্