
4 views
কবিতা: প্রশ্ন আমার অনেক আছে।
কবিতা: প্রশ্ন আমার অনেক আছে।
প্রশ্ন আমার অনেক আছে
জবাব দেবে কে ?
তাইতো আমি নিংড়ে মগজ
রাখছি শুধু লিখে।
আমি কে জানলাম কবে
যে 'আমার কি' সব খুঁজি ?
কেমন করে কাটিয়ে ছিলাম
অসীমে ন মাস মাথা গুঁজি?
কেমন করে তরল থেকে
হাড় গোড় সব এলো,
কেমন করে এত মেসিন
সাথে জুড়ে গেল ?
কেন আমার প্রশ্ন এত
কেন আনছানি,
কেন আমার চাওয়া পাওয়ার
এত হাতছানি ?
এসব জবাব পাওয়ার আগেই
আরো প্রশ্ন কত ,
কেমন করে ধরতী এলো
ধরতী তে সব এত?
কে ঘোরালো ধরতী টাকে
কোথায় লাট্টুর দড়ি ?
কেমনে হাওয়া ,ধুলো- পাথর,
রত্ন- আকর ,জল, আগুনে ভারী।
এ সব প্রশ্ন না হতে শেষ
সূর্য এলো দৌড়ে
ক্ষমতায় অসীম তার আদেশেই
ধরতী অনেক এমন ভাবে ঘোরে।
খুঁজতে গিয়ে তার খেলার মাঠ
অবাক হাওয়ার পালা
হাজার হাজার এমন সূর্য
করছে ছায়া পথে খেলা।
এমন ছায়া পথ ও নাকি
নয় একটা দুটো
নদীর বালি কম পড়বে
গুনতে গেলে এত্ত !
এখানেই তাও শেষ নাই
কৃষ্ণ গহ্বর খায় উগলায় হেসে হেসে
যখন তখন মর্জি মতন
এগুলো সব অনায়াসে।
তবে এসব কিছুই জানতে পারি
যখন 'ছোট্ট মানুষ'দেয় যে পারি
ভাবনার দেশে ব্রেইন এর ঘাসে
সঙ্গে নিয়ে কারিগরি।
তবে তারাও এখন ক্লান্ত ভারী
বিভ্রান্তির ছড়াছড়ি
আমিও যেন দেখছি এখন
দুরগমতার অন্ধকার ই।।
**KRN**
12.04.2023
Writco: 22.09.2023
প্রশ্ন আমার অনেক আছে
জবাব দেবে কে ?
তাইতো আমি নিংড়ে মগজ
রাখছি শুধু লিখে।
আমি কে জানলাম কবে
যে 'আমার কি' সব খুঁজি ?
কেমন করে কাটিয়ে ছিলাম
অসীমে ন মাস মাথা গুঁজি?
কেমন করে তরল থেকে
হাড় গোড় সব এলো,
কেমন করে এত মেসিন
সাথে জুড়ে গেল ?
কেন আমার প্রশ্ন এত
কেন আনছানি,
কেন আমার চাওয়া পাওয়ার
এত হাতছানি ?
এসব জবাব পাওয়ার আগেই
আরো প্রশ্ন কত ,
কেমন করে ধরতী এলো
ধরতী তে সব এত?
কে ঘোরালো ধরতী টাকে
কোথায় লাট্টুর দড়ি ?
কেমনে হাওয়া ,ধুলো- পাথর,
রত্ন- আকর ,জল, আগুনে ভারী।
এ সব প্রশ্ন না হতে শেষ
সূর্য এলো দৌড়ে
ক্ষমতায় অসীম তার আদেশেই
ধরতী অনেক এমন ভাবে ঘোরে।
খুঁজতে গিয়ে তার খেলার মাঠ
অবাক হাওয়ার পালা
হাজার হাজার এমন সূর্য
করছে ছায়া পথে খেলা।
এমন ছায়া পথ ও নাকি
নয় একটা দুটো
নদীর বালি কম পড়বে
গুনতে গেলে এত্ত !
এখানেই তাও শেষ নাই
কৃষ্ণ গহ্বর খায় উগলায় হেসে হেসে
যখন তখন মর্জি মতন
এগুলো সব অনায়াসে।
তবে এসব কিছুই জানতে পারি
যখন 'ছোট্ট মানুষ'দেয় যে পারি
ভাবনার দেশে ব্রেইন এর ঘাসে
সঙ্গে নিয়ে কারিগরি।
তবে তারাও এখন ক্লান্ত ভারী
বিভ্রান্তির ছড়াছড়ি
আমিও যেন দেখছি এখন
দুরগমতার অন্ধকার ই।।
**KRN**
12.04.2023
Writco: 22.09.2023
Related Stories
2 Likes
0
Comments
2 Likes
0
Comments