...

10 views

দিনমজুর
সে দৌড়ায়,সে ছোটে,
সে পরে যায় তবু থামে না।
সে ওঠে,সে খাটে,
সে ফসল ফলায় মাঠে
তবু পেটের জ্বালা জুরোয় না।
ছোট ঘরে, কষ্টে চলে সংসার
ছেলে,স্ত্রী কাঁদে তাদের পেটে খিদে
তাকে ছায়া দেয় অনাহার।
তাকে গ্রাস করে...