...

11 views

অনিন্দ্য তুমি
দূরত্বটা আজ আলোকবর্ষের...
সেই চেনা পথ মিশেছে অচেনাতে,
ঝরা পাতার মর্মর ধ্বনি শুনি উৎসুকে
বসন্তহীন পৌষালী রাতে।
আজও প্রজ্বলিত দীপ জ্বলে আগের মতোই,
কাজল রেখা টানে আঁখি প্রাতে...
যেন মরীচিকা লোভে ভ্রান্ত প্রয়াস !!
একাকী ফিরি দুর্গম সাহারাতে ।
তবু বলি - "খুশি থেকো চাঁদ তোমার নীলাম্বরীর মায়ার গভীরে...
আমার এ অরণ্য বর্ষণমুখর তরল জ্যোৎস্না মাখে...