...

11 views

অনিন্দ্য তুমি
দূরত্বটা আজ আলোকবর্ষের...
সেই চেনা পথ মিশেছে অচেনাতে,
ঝরা পাতার মর্মর ধ্বনি শুনি উৎসুকে
বসন্তহীন পৌষালী রাতে।
আজও প্রজ্বলিত দীপ জ্বলে আগের মতোই,
কাজল রেখা টানে আঁখি প্রাতে...
যেন মরীচিকা লোভে ভ্রান্ত প্রয়াস !!
একাকী ফিরি দুর্গম সাহারাতে ।
তবু বলি - "খুশি থেকো চাঁদ তোমার নীলাম্বরীর মায়ার গভীরে...
আমার এ অরণ্য বর্ষণমুখর তরল জ্যোৎস্না মাখে স্মৃতির তিমিরে" !!
আমার সাজানো ফুলদানিতে আজও বাসি ফুলের সোহাগ রেনু,
ছিটিয়ে যায় সুগন্ধি প্রেমাতর ; রিক্ত নিশিথে বাজে তার বিষন্ন বেনু -
তবু বলি, "শ্যাম সুখী থাকো তোমার রুক্মিণীর কন্ঠলগ্না হয়ে...
আমার কন্ঠরুদ্ধ হোক অশ্রুভারে লিখুক সে স্বরলিপি মীরার মতো প্রেম তন্ময়ে" !!
দূরত্বটা আজ আলোকবর্ষের,
মনমন্দিরে সে'ই বিগ্রহ তবু অনিন্দ্য সুন্দর...
পূজি তারে হৃদকমলে নিঃস্বার্থ অভিলাষায় -
নিশিদিন নিরন্তর ।
হাস্যমুখে বলি, "তুমি যে রসময় অন্তর আমায় করেছিলে নিবেদন -
তা আমারই... আমার হয়েই থাকবে চিরন্তন" ।

#মৌসুমীচ্যাটার্জী #প্রেমঅনল #দহন