...

6 views

ঝরে পড়া গোলাপ
ওগো সুশীল সুন্দর রমণী,
গোলাপের পাপড়ির ন্যায় তোমার অঙ্গ।
সৃষ্টি কর্তা যাহা আবৃত করিয়াছে ।
এক বিধান ,এক বাণীর দাঁড়া ।

তাকে উপেক্ষা করে মেলে দাও পাপড়ি।
শত পতঙ্গের আঘাতে ঝরে যায়।
সময় বিহীন ,অকালে, অসময়।
যদি ফুলকে রাখা যেত ঢেকে।
হয়তো এই দিন দেখতে হতো না।


© rasid writer
#poem #BengaliQuotes #hijab #banglakobita