শতাব্দীর গাছ
শতাব্দীর গাছ দাঁড়িয়ে আছে,
শিকড়ে গাঁথা অতীতের ছায়া,
ডালপালার মাঝে জড়িয়ে আছে
শত বছরের ইতিহাস।
তুমি জানো না, সে কতটা ধৈর্যশীল—
ঝড়ের কাঁপন, প্রলয় বয়ে গেছে,
তবুও সে দাঁড়িয়ে, মাথা উঁচু করে,
আকাশ ছুঁতে চায় আবার।
শত শরতের পাতা ঝরেছে,
হেমন্তের সোনালী আলোয়
তার ছায়ায় মানুষ বেঁধেছে ঘর,
তার নিচে গল্প হয়েছে জমাট।
...