...

5 views

তোমায় ছোঁবে বলে
---তোমায় ছোঁবে বলে---
কলমে-রশ্মিতা দাস

রুক্ষ পাথরের গায়ে পরিয়ে দিয়েছিলে জ্যোৎস্নার মখমলি কাপড়
শ্মশানঘাটে হঠাৎ শুরু হল উলুধ্বনি.
তোলপাড় করা সেই ঝড়জলের রাতে,
চন্দনকাঠে সুন্দর করে সাজানো চিতা ভেঙ্গে তছনছ করে
ভূমিতে আবর্তিত হল এক বজ্রকন্যা
তোমায় ছোঁবে বলে...শুধু তোমায় ছোঁবে বলে...

তারার সাথে তারার হয়েছে কথা
উঠল হঠাৎ পাতাল ফুঁড়ে আগুনের রোষানল
উন্মাদ করা যত আর্তধ্বনি,সব রুক্ষতা করেছিল খানখান
শ্মশানের মাঠে উড়েছে চিতার ভগ্ন-নিশানা
যত সুর,করেছিল জ্যোৎস্নায় স্নান
উল্কা হয়ে পড়েছে তোমার ভূমিতে
চেয়েছে শুধু একটুকু জল,একটু সোঁদামাটি.
যা লুকিয়ে শুধুই তোমার বুকের ঘরে.

চন্দন কাঠে সাজানো চিতা ভেঙ্গে তছনছ করে
এসেছে আজি কাদামাটির মেয়ে
তোমায় ছোঁবে বলে...শুধুই তোমায় ছোঁবে বলে...