তোমায় ছোঁবে বলে
---তোমায় ছোঁবে বলে---
কলমে-রশ্মিতা দাস
রুক্ষ পাথরের গায়ে পরিয়ে দিয়েছিলে জ্যোৎস্নার মখমলি কাপড়
শ্মশানঘাটে হঠাৎ শুরু হল উলুধ্বনি.
তোলপাড় করা সেই ঝড়জলের রাতে,
চন্দনকাঠে সুন্দর করে সাজানো চিতা ভেঙ্গে তছনছ করে
ভূমিতে আবর্তিত হল এক বজ্রকন্যা
তোমায় ছোঁবে বলে...শুধু তোমায়...
কলমে-রশ্মিতা দাস
রুক্ষ পাথরের গায়ে পরিয়ে দিয়েছিলে জ্যোৎস্নার মখমলি কাপড়
শ্মশানঘাটে হঠাৎ শুরু হল উলুধ্বনি.
তোলপাড় করা সেই ঝড়জলের রাতে,
চন্দনকাঠে সুন্দর করে সাজানো চিতা ভেঙ্গে তছনছ করে
ভূমিতে আবর্তিত হল এক বজ্রকন্যা
তোমায় ছোঁবে বলে...শুধু তোমায়...