...

2 views

ডায়েরি
ডায়েরির যে পাতাটা তুমি বহুবার দেখেছ উল্টে পাল্টে , ঐ যে সাদা পাতা যেখানে লেখা নেই কিচ্ছুটি।
আসলে সেখানে লেখা আছে আমাদের সম্পর্কের শুরু থেকে শেষ। লেখা আছে কতশত আবদার, খুনসুটি।


গোলাপ হাতে রাস্তায় আমার অপেক্ষায় থাকা তুমি, তোমার মুখ ফোলানো অভিমান লেখা আছে।
নিমেষেই তোমার মান ভাঙানোর কি দারুন ক্ষমতা ছিল আমার, তাও লিখেছি।
তুমি হয়তো কখনো লেখা খুঁজতে দিশেহারা হয়েছ, ভেবেছ আমি কেনই বা প্রথম পাতায় লিখে রেখেছি "ডায়েরির শেষ পাতায় সব লেখা আছে"!

আমি সত্যিই সব লিখেছি, শুধু তুমিই পড়তে পারলে না। কারণ তুমি প্রথম...