প্রাণ বন্দরে পরান পাখি
খাঁচার ভিতর ছোট্ট পাখিটি কে আটকে রাখলে,
তবুও তার মনের ভাব বুঝলে না
চারিদিক অন্ধকার দেখেও
তুমি বাঁচার আলো খুঁজলে না।
পাখি তোমার অচেনা দেশের
করেছ খাঁচায় বন্দী ছটফট করছে তার প্রাণ,
অবহেলায় অবকাশে
জীবনের শেষ নিঃশ্বাসে
দিতে পারলেনা জীবন দান।
আরে!...
তবুও তার মনের ভাব বুঝলে না
চারিদিক অন্ধকার দেখেও
তুমি বাঁচার আলো খুঁজলে না।
পাখি তোমার অচেনা দেশের
করেছ খাঁচায় বন্দী ছটফট করছে তার প্রাণ,
অবহেলায় অবকাশে
জীবনের শেষ নিঃশ্বাসে
দিতে পারলেনা জীবন দান।
আরে!...