...

9 views

বিষন্নতা

আজ মনে বিষন্নতা জাগে,
বহু ক্লেশ দূরে অজানা পর্বতে
তাহার বাসস্থান।
শুধু তাহার পরশ লাগে
আমার দেহ খানে,
মন চায় ধরিতে তারে
উঁকি মারে আকাশে,
তবুও তাহার উতপ্ত আচরন মনে টানে।
তবুও দেখিতে পাইনি তারে,
আজ মনে বিষন্নতা জাগে
দেখিতে পাইনি তারে,
কখন স্পর্শ পাব তাহার
আমার শীতল দেহে।
শুনেছি লোক মুখে সুদর্শন সে,
আজ মনে বড় ইচ্ছে জাগে,
দেখিতে তাহারে,
আজ মনে বড় বিষন্নতা জাগে।