...

7 views

আমার রাতের ভোর আসেনি...
আমার রাতের ভোর আসেনি,
তুমি চাদরে মুড়িয়ে থেকো...
সুপ্ত খানিক অপ্রকাশিত পথ,
বিশ্বাসী মুখোশ যত্নে রেখো...

আমার সুখের চোখ ফোটেনি,
তুমি আঁচলে নিজেকে ঢেকো...
রুদ্ধ দুয়ারে মনখারাপী স্বর্ণরথ,
বেবাগী বৃষ্টিধারা গায়ে মেখো...

আমার প্রেমের ফুল বাঁচেনি,
তুমি নিজের চোখেই দেখো...
গুপ্ত ইতিহাসের অভিযান শ্লথ,
অসুখী জীবন কবিতায় লেখো...

© আরশি (Rc)