...

5 views

বানভাসি
দুপুর গিয়ে পড়ল বিকেল সাঁঝ,
মেঘের কফিন ঢাকল আকাশ আজ,
দিক ভুলেছে জলের তোরের রেশ,
পাড় ছাপিয়ে ভাসায় সর্বশেষ ,
আদিগন্ত শুধুই জলরাশি
হারিয়ে গেছে সে সব প্রাণের হাসি
স্থির চোখেতে আকাশটাকে দেখে
চোখের জলে অন্য কথা লেখে ।
হাঁড়ির মাঝে আজও অন্ধকারা
বানভাসি রা আজ ও সর্বহারা।।

© Bhavani