দুরন্ত শৈশব
দুরন্ত শৈশব
মেটেনি গো , মেটেনি আমার
এই সুন্দর পৃথিবী দেখার সাধ।
তবু যেতে হবে মোর
সব কিছু ছাড়ি দুর দিগন্ত পার।
ভাল বাসি আমি, মোর সাধের জন্ম ভূমি
এই বাংলা মার।
তাই নির্বাক চোখে, চাহিয়া ধরনীকে
দেখি শেষ বার।
মেটেনি গো মেটেনি আমার
এই সুন্দর পৃথিবী দেখার সাধ।
থাকিবনা আমি ভাবিলে এ কথা
দু নয়নে আসে জল।
মুদিলে নয়ন মনে পড়ে মোর দুরন্ত শৈশব।
মায়ের স্নেহের হাতটি ধরে
চলে ছিনু কিছু পথ।
সময়ের সাথে ছোট্ট দুটি পায়ে
...
মেটেনি গো , মেটেনি আমার
এই সুন্দর পৃথিবী দেখার সাধ।
তবু যেতে হবে মোর
সব কিছু ছাড়ি দুর দিগন্ত পার।
ভাল বাসি আমি, মোর সাধের জন্ম ভূমি
এই বাংলা মার।
তাই নির্বাক চোখে, চাহিয়া ধরনীকে
দেখি শেষ বার।
মেটেনি গো মেটেনি আমার
এই সুন্দর পৃথিবী দেখার সাধ।
থাকিবনা আমি ভাবিলে এ কথা
দু নয়নে আসে জল।
মুদিলে নয়ন মনে পড়ে মোর দুরন্ত শৈশব।
মায়ের স্নেহের হাতটি ধরে
চলে ছিনু কিছু পথ।
সময়ের সাথে ছোট্ট দুটি পায়ে
...