মুহূর্ত চুপ
তুমি থেকে গেলেও পারতে। এমন নয় যে তুমি নেই বলে আমার জীবন থেমে গেছে। কিন্তু কি জানো অনিরুদ্ধ তুমি যাওয়ার পর থেকে আমার এই উৎসব, আনন্দ আর ভালো লাগে না। এসব থেকে নিজেকে সরিয়ে রেখেছি সেই থেকেই, তুমি হয়তো জানো না।
তুমি ছাড়া কোনো কিছুই থেমে নেই, শুধু আমার রোদ ঝলমলে জীবনটা কালো মেঘে ঢেকে গেছে। আর এমন কিছু ক্ষতি হয়নি।
শুধু তুমি হারিয়ে যাওনি অনি, তোমার সাথে সাথে আমার কতশত আনন্দের...
তুমি ছাড়া কোনো কিছুই থেমে নেই, শুধু আমার রোদ ঝলমলে জীবনটা কালো মেঘে ঢেকে গেছে। আর এমন কিছু ক্ষতি হয়নি।
শুধু তুমি হারিয়ে যাওনি অনি, তোমার সাথে সাথে আমার কতশত আনন্দের...