...

4 views

বাবা
সারাদিন ধরে রিকশা টেনে,
বাবা যখন আসে বাড়ি।
ক্লান্ত তাহার চোখ দুখানা,
মুখ ভর্তি দাড়ি।।
সাথে করে আনে জল মাখা মুড়ি,
দুধ কলা আর চিঁড়ে।
বোঝা যায়না দুঃখ তাহার,
মিথ্যে হাসির ভিড়ে।।
শীতের ভোরে বের হয়ে পড়ে,
রোজগারের ধান্দায়।
শরীর তাহার হিম হয়ে যায়,
প্রচণ্ড এই ঠাণ্ডায়।।
আমাদের এই অভাবের ঘরে,
জোটেনা দুবেলা দুমুঠো ভাত।
সন্ধ্যে হলেই বাবার ভাবনা,
কিভাবে কাটাব আজকের রাত।।
আমাদের ঘরে ভাতের সাথে,
নুন আনতে পান্তা ফুরায়।
তাই তো বাবা সকাল থেকে,
সন্ধ্যা অব্ধি রিকশা চালায়।।
বিছানাতে শুয়ে ভাবি আমি মনে,
এরকম বাবা ছেড়ে চলে গেলে।
আমাদের মত গরীব ঘরে,
মা কিভাবে সংসার ঠেলে?