...

8 views

॥ ব্যাকুল বসন্ত ॥



বসন্ত বিলাপ করে প্রিয়া বিহনে
কেমনে কাটে যে দিন ব্যথাতুর মনে ।
পত্রাঞ্জলি দেয় চরণে প্রিয়ার
পলাশের লালিমায় রাঙায় হিয়ার
চারণ দুখানি।
কোকিল গেয়ে যায় সুখের কলি
ঋতুরাজ বসন্ত তোমারে বলি।
অলিকুল গুঞ্জনে মধুর টানে...