...

8 views

অতি সমান, নয় বেমানান!
#humancivilization#mockery#subratagolapi


সভ্যতার ইতিহাসে, বিরল নয় কখনও।
মূর্খ যে জন, ওপরে উঠে পণ্ডিতের মত!
বাক্যের জালে, ধূর্ত আচরণে চমৎকারের সমান, প্রতিষ্ঠা করেছে তার মান!

লজ্জা কে সীমিত করে, অকাতরে, সহযোগী সহ,
দিনের পর দিন, করেছে অধীন, বহু মন!
বহু মত মেনেছে তাকে, বহু বলেছে তারই বিজয়!

সেই মূর্খের পাশে প্রতিযোগিতার বশে,
তাকে খুশি করে, নিজের সবকিছু গুছিয়ে নেওয়ার রেশে,
কোনোদিনও কোনো খানে কোথাও ছিলনা অনিয়ম!
তথাকথিত বুদ্ধিমানের কাছে, এই আচরণ ছিল ধর্ম সমান!

যারা শেখেনি, তারা সেই মহা সাম্রাজ্যের কাছে ছিল অনাচারী বিধর্মীর মত।
তাদের পরিচয় তো অস্বাভাবিক,পাগল প্রমাণ!
তাদের জন্য ছিল দণ্ড,অনাহার,অপমান অথবা অকালে জীবন দান!

পণ্ডিতের মাথার ওপরে মূর্খের নাচ আর মূর্খের বলার পরে শুরু পণ্ডিতের চলা!
সভ্যতার সেই আলো ফোটার দিন থেকে, আজকের আমি তুমি,সকলের কাছেই,
সভ্যতার ইতিহাসে,এই আশ্চর্য কেরামতি,অতি সমান, কোনোদিনও ছিলনা বেমানান!
© subrata