...

3 views

ভুলে গিয়েছিলাম
আমি তুমি সমভিব্যাহারে,
শুনতে অপেক্ষা করো কি কিন্নর সুর -
ক্লান্তিময় কান্তি চোখে পড়ে অবসরে?
সেই বাতাসবিলাস চোখে নিয়ে জল,
তুমি আমি স্বেচ্ছায় নিলাম বিদায়।

কি বলবে তবে এই নামহীন সংগতাকে?
আমি জানি তোমার ঘরের খবর-
তোমার সূক্ষ্মচাল আমার বন্ধুপ্রবর।

অপমান লাগে না আর?
-তাচ্ছিল্যের অপব্যাবহারে?
যেখানে তোমার-আমার সদা কথপোকথন
তুচ্ছতার বিবাদ বিষাদ স্বরে।

ঘরভাঙা আলো,
- মনে আছে কারা বানিয়েছিল?
যাদের ঘর নেই-চোখে দূঃসময়ের কালো।

শোকপালন এখন একা সারি,
কষ্ট নয় নির্দয়তার সাথে
ধোঁয়ার বৃত্তে ফ্যাকাসে -
হাতে ধুয়ে ফেলা ভাগ্যে।