ভুলে গিয়েছিলাম
আমি তুমি সমভিব্যাহারে,
শুনতে অপেক্ষা করো কি কিন্নর সুর -
ক্লান্তিময় কান্তি চোখে পড়ে অবসরে?
সেই বাতাসবিলাস চোখে নিয়ে জল,
তুমি আমি স্বেচ্ছায় নিলাম বিদায়।
কি বলবে তবে এই নামহীন সংগতাকে?
আমি জানি তোমার ঘরের খবর-
...
শুনতে অপেক্ষা করো কি কিন্নর সুর -
ক্লান্তিময় কান্তি চোখে পড়ে অবসরে?
সেই বাতাসবিলাস চোখে নিয়ে জল,
তুমি আমি স্বেচ্ছায় নিলাম বিদায়।
কি বলবে তবে এই নামহীন সংগতাকে?
আমি জানি তোমার ঘরের খবর-
...