মা আমার মা
মা
মা, তুমি আছো ছায়ার মত,
তোমার ছোঁয়া না পাই, তবু তুমি আছো,
বুকের গভীরে এক শাশ্বত আশ্রয় তুমি,
জীবনের প্রতিটি পদক্ষেপে, তুমি আমায় শিখিয়েছো,
কিভাবে পা ফেলতে হয় নরম জমিতে,
কিভাবে পথ খুঁজতে হয় আঁধারে।
তুমি ছিলে সূর্যরশ্মির মতো,
আমার ছোট্ট ঘরে আলো ঢেলে দাও প্রতিদিন,
তোমার হাসি ছিল শান্ত নদীর ঢেউ,
আমার অস্থিরতায় তুমি ছিলে অবিরাম বয়ে চলা স্রোত,
তোমার কোলে শুয়ে যেই প্রশান্তি পেতাম,
তা আর কোনোখানেই খুঁজে পাই...
মা, তুমি আছো ছায়ার মত,
তোমার ছোঁয়া না পাই, তবু তুমি আছো,
বুকের গভীরে এক শাশ্বত আশ্রয় তুমি,
জীবনের প্রতিটি পদক্ষেপে, তুমি আমায় শিখিয়েছো,
কিভাবে পা ফেলতে হয় নরম জমিতে,
কিভাবে পথ খুঁজতে হয় আঁধারে।
তুমি ছিলে সূর্যরশ্মির মতো,
আমার ছোট্ট ঘরে আলো ঢেলে দাও প্রতিদিন,
তোমার হাসি ছিল শান্ত নদীর ঢেউ,
আমার অস্থিরতায় তুমি ছিলে অবিরাম বয়ে চলা স্রোত,
তোমার কোলে শুয়ে যেই প্রশান্তি পেতাম,
তা আর কোনোখানেই খুঁজে পাই...