...

14 views

-:আবেগ:-
কোনসে প্রভাতে প্রনয় আঘাতে
ডাকিল হৃদয়ে বান,
ভাসিল সে কূল করিয়া ব্যাকুল
অন্ধ নয়নো প্রান।
সিক্ত পবন করিল ধাবন
অজানা জীবন পথে,
রহিল পিছে স্মৃতি গুলি সব
তাদের দ্বন্দ্ব আমার সাথে।
কেগো তুমি ওগো মায়াবীনি
আমায় করিলে মত্ত,
সব হারা আজ ভীষণ ক্লান্ত
নিষ্ঠুরতায় হয়েছে তপ্ত।
এ বক্ষে মোর ধরেছে অনল
অশ্রু বারির অভাবে,
তবু কেন হায় নেইকো বদল
আমার এহেনো স্বভাবে।
যদি খুঁজে পাই সে স্বপ্ন নীড়
সহিবোনা আর এ অসহনীয় দীন,
বিদ্ধ হয়েছে যত অভিশাপের ক্ষত
মৃত্যুতেই না হয় হইবে বিলীন।।
_________
- রাতুল চন্দ্র ঘোড়ুই।
২৯ চৈত্র ১৪২৬