এ জীবন মরীচিকা
তুমি এলেনা,
আঘাত হানলে আমার বুকে
কথা দিয়ে কথা রাখলে না।
আরে! আমি কতই না বোকা
অন্ধকারকে চিনেছি আলোকে নয়
আমার চোখে ধরা দিয়েছে আজ সত্যের জয়।
দুঃখ-বেদনা , নিজে সহ্য করলাম
মানসিক যন্ত্রণায় ,
অবকাশে অবহেলায়
জীবনের শেষ সময় পর্যন্ত থাকলাম
শুধু তোমারই অপেক্ষায়!
আরে! আমি কতই না বোকা,
অপচয় করে এসেছি
আমার মূল্যবান সময়টুকু।
শত্রু তে ভরে গেছে আমার চারিদিক
আমি একাই রয়েছে একটি নৌকায়।
কোন দিকে যাব,
গতি বাড়ালে বিপদ ।
চার দেওয়ালের মাঝে আটকা পড়েছি আমি।
চেষ্টা করবোই তবু ,
শেষ সময়টুকুর জন্য
অপেক্ষা করবো না।
আঘাত হানলে আমার বুকে
কথা দিয়ে কথা রাখলে না।
আরে! আমি কতই না বোকা
অন্ধকারকে চিনেছি আলোকে নয়
আমার চোখে ধরা দিয়েছে আজ সত্যের জয়।
দুঃখ-বেদনা , নিজে সহ্য করলাম
মানসিক যন্ত্রণায় ,
অবকাশে অবহেলায়
জীবনের শেষ সময় পর্যন্ত থাকলাম
শুধু তোমারই অপেক্ষায়!
আরে! আমি কতই না বোকা,
অপচয় করে এসেছি
আমার মূল্যবান সময়টুকু।
শত্রু তে ভরে গেছে আমার চারিদিক
আমি একাই রয়েছে একটি নৌকায়।
কোন দিকে যাব,
গতি বাড়ালে বিপদ ।
চার দেওয়ালের মাঝে আটকা পড়েছি আমি।
চেষ্টা করবোই তবু ,
শেষ সময়টুকুর জন্য
অপেক্ষা করবো না।