...

22 views

কবিতা-
হৃদয়ে বঙ্গবন্ধু

মোঃ আতাউল করিম

তুমি মিশে আছো বাংলাদেশের প্রতিটি ধুলিকণায়,
অস্তিত্বে গেঁথে আছো বাংলাদেশের লাল সবুজের পতাকায়।
কিছু দুষ্কৃতিকারী বিপদগামী সামরিক অফিসার
সেই দিন তোমাকেসহ হত্যা করে স্বপরিবার,
বিদেশী প্রভুদের খুশী করতে তারা বেছে নেয় তোমাকে,
মেরে ফেলতে রাতের গভীর অন্ধকারের নির্জনতাকে।

তখন ঘুমন্ত ছিল বাংলার সকল প্রাণী, মানব ছায়া।
জাগ্রত ছিল শুধু কিছু মানুষরূপী শয়তান, নরাধমের কায়া।
তারা পেরেছিল তোমার শরীরী রূপটাকে ধ্বংস করতে,
কিন্তু পেরেছে কী সবার মন থেকে তোমার নাম মুছতে?
মুজিব সে তো এক বিপ্লবের নাম,
মুজিব সে তো এক চেতনার নাম,
বাঙলা আজো স্মরে তোমার প্রতিটি বিপ্লবী ভাষণে,
বাঙলা আজো কাঁদে তোমাকে অকালে...