...

4 views

ডিসেম্বর
ডিসেম্বর এসেছে শীতকাল সাথে নিয়ে;
কুয়াশার চাদর চারিদিকে ছড়িয়ে দিয়েছে।
রংবেরংয়ের শীতবস্ত্র গায়ে গায়ে শোভিত হচ্ছে
মিষ্টি শীতের আমেজ সবাই উপভোগ করছে।

ডিসেম্বর এসেছে পিকনিক ও ভ্রমণের মরসুম নিয়ে;
ভ্রমণ বিলাসীদের আনা-গনা রোজই চোখে পড়ে 
 পিকনিকের শোরগোল রাতভর কানে আসে। 
 ডিসেম্বর এসেছে বিয়ের নতুন মরসুম নিয়ে 
ডিসেম্বরের রাতে মিলনের নতুন সুর বেজে ওঠে সানাই'য়ে;
দুটি অপূর্ণ জীবনে পূর্ণতা আসে শুভ পরিণয়ে। 
...