...

7 views

প্রশান্তের পারে
দূরে দেখি ঐ নীল সমুদ্র তপ্ত সূর্যকিরণে,
নীল জোছনায় ভেসে আসে সমুদ্রের গান গভীর আবেগে,
কখনযে হারিয়ে গেছি দূর নীলিমার পারে,
আমার দু'চোখ হারিয়ে গেছে প্রশান্ত মহাসাগরের কূলে,
ওপারে তুমি এপারে আমি দাঁড়িয়ে ভাবি তোমায় নিরবধি,
কোন এক কল্পনা জগতে সমুদ্রের ঢেউয়ে,
আমার কথা কি তোমার কাছে পৌঁছে যায় সমুদ্র বয়ে,
আমার দুচোখ যুরে কান্নার জল পড়ে
সমুদ্রের নোনা জলে,
সেই জল কি বল পৌঁছে যায় তোমার পারে,
আমি যে এখন দাঁড়িয়ে প্রশান্তের ওপারে ,
অসীম দূরত্ব আর অসীম ভালোলাগা সব মিলে অসীম এক কল্পনা,
বল তুমি কি বুঝতে পারো আমার ব্যথা ওপারে বসে,
আমি বড় ক্লান্ত বড় পরিশ্রান্ত বেশ আবেগে কেঁদেছি দুনয়ন জলে,
আমি যে এই প্রশান্ত পারে প্রশান্তির ছোয়া আমায় শান্ত করে না,
আমি যে ভারাক্রান্ত তোমার দুখেতে কত দিন যায়কত বছর চলে যায়,
তোমায় দেখিনা দেখি শুধু নীরবতা আর শান্ত এই প্রশান্ত সাগরকে,
যখন নীল সমুদ্রের পারে মনকে শান্ত করতে দাড়াই,
ঠিক তখন কোন সামুদ্রিক ঝড়ে আমি ভেসে যাই তোমার পারে,
আমার এই হৃদয় যে রেখে এসেছি শুধু তোমারি কাছে,
আমি এখন দাঁড়িয়ে আছি নীল প্রশান্ত পারে।

© নাজমুস সাকিব অনিক