...

5 views

・প্রাকৃতিক・
এই প্রকৃতির সুগন্ধি গ্যাসীয় গ্রন্থিতে ডুবে-
আমার বিন্দু বিন্দু ঘ্রাণশক্তি জমা হয়েছে সমুদ্রের অতলান্তে।
কুমেরু ও সুমেরু পর্বতের প্রাণভোমরা-
লুক্কায়িত রয়েছে আমার হৃদ্ পিণ্ডে।
একটু উপলব্ধি করো যদি,
দেখতে পাবে-
গাছের শিকড় কি অদ্ভুত সুন্দরভাবে ধারণ করেছে মাটির নোলক;
আর,মাথার ওপর নীল-সাদা সোলা পেঁজা তুলোর মতো টোপর তৈরি করেছে।
এবং,আরেকটু দৃঢ়ভাবে দৃষ্টিপাত করলে উপলব্ধি করবে,
বর্ষা ঋতু হল কলাবউ;
যে পাঁচ ঋতুর আবর্তনে আবহাওয়ার বৈশিষ্ট্য ও পূর্বাভাস অনুধাবন করে।



© সাহিত্যের নায়াগ্রা❤️