...

16 views

: রোজগার :[ ১৬ই মাঘ সন ১৪২৮]
বাবা ওঠে কত ভোরে, ঘুমে জড়িয়ে আসে চোখ,
কাক-পক্ষীও জাগে না তখন বাবা যান রোজ,
বাবা আমার সাইকেল নিয়ে নামেন রাজপথে
মৃত সরীসৃপ জীবন্ত হয় আমার বাবার গল্প বোলে,
পেপার কাঁধে বয়- পারিশ্রমিক পায়,
এত খবরের মাঝে বাবার নাম টা কি দেখা যায়...!
চায়ের দোকানে ভিড় জমে, চোখ থাকে শিরনামে-
বাবা তখন ঘন ঘন জল খায়, কাজের ভারে গলা শুকিয়ে এলে,
পরিশান্ত হয়ে বাড়ি ফেরে, মাথায় অনেক চিন্তা,
করুণ সুরে বলে ওঠে ব্যথাটা বেরেছে দেখিয়ে নেবো এবার ডাক্তারটা.......

© ✍শর্মিলা বর্মন▶অন্তরকথা◀