একা এই জীবন
কেহ নাই আপনারে,
এ জগতে সংসারে।
সবাই আছে ছদ্মবেশে_
ছুঁতে গেলে স্বপ্নে ভাসে,
দু নয়ন ভরে যায়
অশ্রু জলে।
মন আমার মনের আঙ্গিনায়
কাঠের আগুনে জ্বলে,
ব্যথায় ব্যথিত হয়ে আমি
অন্তরে অন্তর বলে।
এ জগতে সংসারে।
সবাই আছে ছদ্মবেশে_
ছুঁতে গেলে স্বপ্নে ভাসে,
দু নয়ন ভরে যায়
অশ্রু জলে।
মন আমার মনের আঙ্গিনায়
কাঠের আগুনে জ্বলে,
ব্যথায় ব্যথিত হয়ে আমি
অন্তরে অন্তর বলে।