...

15 views

দূরত্ব
গুনছে প্রহর সে চোখের জলে,
ঝরছে পলাশ, উঠছে তুফান।।
বলছে সে তীক্ষ্ণ স্বরে,তুমি কী জানো??
মনের কাছে দূরত্বের নেই কোন ব্যবধান।।

কখন ও মন ছুটে যায় বাঁধা কী তারে যায়,
কখন ও আবার হারায় শেষ মোহনায়।।
তবুও কালশিটে রাত ,
আঁচড় কেটে যায় অগোচরে মন পাড়ায়।।

ফলে,কাছের জিনিস সরে যায় দূরসীমানায়,
কুয়াশা ধরা দেয় উষ্ণ চোখের কোনায়।।
চাওয়া পাওয়ার গল্পে ভাঙন ধরে বেশ,
অবশেষে মৃত্যু ঘটে মন পাড়ার দেশ।।
-zulekha (roji)... ✍