কবিতা: মূর্খের মোক্ষলাভ।
কবিতা: মূর্খের মোক্ষলাভ।
কোথা থেকে আসি কোথা চলে যায়
এটুকু না জানলেই কি ফেল করানো যায় ,
নাই যদি জানি তবে শ্বাস কি থেমে যায়
তবে আর কি কাজ কষ্ট কল্পনায়?
কার শ্বাস কার প্রাণ বয়ে গেছে খুঁজতে
চোখ আছে, জিভ আছে, ধার আছে দন্তে
যত মজা নিতে পারি নেওয়া ভাল তাড়াতাড়ি
মাছ -ভাত ,ফুচকা ,নারকেল, মিষ্টিতে ।
কেন এত তাত্ত্বিক ,পন্ডিত হতে চাওয়া!
কেন এত শত বই পড়ে এতবড় দেহটাকে
অদৃশ্য আত্মার কল্পনার খাঁচাতে...
কোথা থেকে আসি কোথা চলে যায়
এটুকু না জানলেই কি ফেল করানো যায় ,
নাই যদি জানি তবে শ্বাস কি থেমে যায়
তবে আর কি কাজ কষ্ট কল্পনায়?
কার শ্বাস কার প্রাণ বয়ে গেছে খুঁজতে
চোখ আছে, জিভ আছে, ধার আছে দন্তে
যত মজা নিতে পারি নেওয়া ভাল তাড়াতাড়ি
মাছ -ভাত ,ফুচকা ,নারকেল, মিষ্টিতে ।
কেন এত তাত্ত্বিক ,পন্ডিত হতে চাওয়া!
কেন এত শত বই পড়ে এতবড় দেহটাকে
অদৃশ্য আত্মার কল্পনার খাঁচাতে...