...

2 views

প্রতীক্ষা
ছোটো পাখিটার বড্ড অভিমান হয়েছে আজ।
তাই তো সকাল থেকে আকাশও তিমিরাচ্ছন্ন।
দুপুর গড়াতেই শীতল বাতাসে ওড়ালো ভালোবাসার চিঠি।
তবুও গোধূলি বেলায় মনভোলানো রঙের দেখা মেলেনি।
দীঘির কালো জলের ন্যায় চোখদুটো আকুলতায় ভরা।
পশ্চিমের সন্ধ্যাতারা'টাও করছে প্রশ্ন, কখন পাবো তোর দেখা?
অহরহ জোয়ার ভাটার ছন্দে তাল মেলাচ্ছে মন কেমনের ধারা।
শুকনো মাটিকে স্পর্শ করতে চাওয়া
নিগুর মেঘগুলোও অজানা আশঙ্কায় ব্যাকুল।
ভুল হয়েছে রে, কথা দিচ্ছি আর কখনো করবোনা রাগ।
স্নেহ আর ভালোবাসার চাদরে সবসময় আগলে রাখবো তোকে।
© 𝙰𝚗𝚗𝚒𝚎