...

1 views

বসন্ত!
তুমি আসবে বলে.....
তুমি আসবে বলে,
বসন্তের হাওয়া ছুঁয়ে গেল মেঘবালিকার হৃদয়!

তুমি আসবে বলে,
অবেলায় রয়েছি দাঁড়িয়ে
হাতে নিয়ে বসন্তের ফুল
যদি তুমি শক্ত করে ধরো প্রেমেরও দুকূল!

তুমি আসবে বলে,
দুটি নয়ন জুড়ে তোমারি ছবি আঁকা!

তুমি আসবে...