নদী
সময় মতো নদীও যদিও
থমকে থাকবে না জানি
বসন্তের প্রথম রোদ্দুর মেখে
দুধসাদা চেরী ফুলের গন্ধ মাখামাখি সকালেও
তোমাকে ফেলে চলে যাবে ঠিক।
নদীর কূল হারানো উচ্ছল কথাকলিতে
কবিতার ছন্দ , পাষণ হৃদয় যাবে ক্ষয়ে
সদ্যস্নাত বরফমাখা দূর পাহাড়ে রহস্যে ঘেরা পাইন আর অজানা গাছেদের বনে
ঠিকানা হারানো বিকেলের নরম আলোয়
মুখ ঢাকে পাহাড়,মেঘের আঁচলে
অজানা পাখিদের কিচিরমিচির কোলাহলে
দীর্ঘ শ্বাস বিচ্ছেদ গল্প পাহাড়,
বলে নদী আর নেই তার
হঠাৎ বৃষ্টি নামে পাহাড়ে অঝোরে৷
কিন্তু থামে নদী , গন্তব্য যে তার সাগরে
© Manab Mondal
থমকে থাকবে না জানি
বসন্তের প্রথম রোদ্দুর মেখে
দুধসাদা চেরী ফুলের গন্ধ মাখামাখি সকালেও
তোমাকে ফেলে চলে যাবে ঠিক।
নদীর কূল হারানো উচ্ছল কথাকলিতে
কবিতার ছন্দ , পাষণ হৃদয় যাবে ক্ষয়ে
সদ্যস্নাত বরফমাখা দূর পাহাড়ে রহস্যে ঘেরা পাইন আর অজানা গাছেদের বনে
ঠিকানা হারানো বিকেলের নরম আলোয়
মুখ ঢাকে পাহাড়,মেঘের আঁচলে
অজানা পাখিদের কিচিরমিচির কোলাহলে
দীর্ঘ শ্বাস বিচ্ছেদ গল্প পাহাড়,
বলে নদী আর নেই তার
হঠাৎ বৃষ্টি নামে পাহাড়ে অঝোরে৷
কিন্তু থামে নদী , গন্তব্য যে তার সাগরে
© Manab Mondal