...

22 views

বিলম্বী
একলা আমি চলতে থাকি,
চলতে থাকি ভরদুপুরে
মাথার উপর আস্ত রবির
প্রকোপ চলে মর্তজুড়ে

পিপাসায় প্রাণ করুণ এমন
চলা যায় না দুটি পা
তার থামার ইচ্ছা শোনে না মন
বলে না "তোর ছুটি, যা"

অনুতাপ হয় শীতল সকাল
কেন কাটিয়েছি আলিস্যি করে
হেঁটে রাখিনি কেন এ পথ
আরো একটু বেশি করে

তাই সকালের সেই সুখস্মৃতিগুলি
তুলে রেখে দিয়ে মনের তাকে,
চেষ্টা করি, যদি ছুঁতে পারি
আঁধারের আগে বিকেলটাকে

© Avik Ghosh