...

8 views

ঈশ্বরের ছোঁয়া
আচ্ছা, বলতে পারো..
ঈশ্বর কোথায় কোথায় আছেন আর নেই কোথা?
পারবে না তো?.. জানতাম
তুমি আমি শুধু ঝনঝন শব্দ করি ফাঁকা কলসিতে
গীতা পড়েছো?
স্বয়ং ভগবানের মুখনিঃসৃত বাণী।
দ্বাদশ অধ্যায়-ভক্তিযোগ ওখানে ওনি নিজেই বলেছেন
"সর্বভূতে হিতেরতাঃ"।
তাহলে আবার সংশয় কিসের এতো?
দোয়াত ভর্তি কালিতে ও যেমন ভগবানের বাস
তেমনি কালি শূন্য কলমেও তিনিই আছেন জেনো
তাঁর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে নাকো।
মন্দিরের বিগ্ৰহে কেউ দেখে ভগবান কেউ দেখে ধাতু
আসলে এরা কেউই নয় ভুল;
শব্দ সে তো ব্রহ্ম স্বরূপ
যার যেটা কর্ম সেটাই তার পূজা
কবির সৃষ্ট কবিতা যেন ভগবানের শ্রীচরণে অর্পিত ফুল।