...

3 views

মন মন্দিরে
মন মন্দিরে
শ্রী রাজু গরাই ৯ই ডিসেম্বর ২০২৩

অগোছালো দিবস
বৃষ্টি গেছে শোক ঢেলে মন পাড়ায়
তবুও কিসের জন্য আজ
শাপলার ফুল বুকে ধরে
সাদামাটা হাত বাড়ায়।

শুধু সামান্য দূরত্ব,
মঞ্চে দাড়িয়ে মন মন্দিরে খেলে
বুনোলতার সৌন্দর্যে পাখা মেলে
সোঁদা মাটির গন্ধজড়ানো আবেশ।
বুকে পিঠে খেলে উত্তেজিত হাওয়ায়
আলুলায়িত কেশ।

সেই কবে দেখেছি, ---
হেমন্তের গালে নরম আলোয় শিশিরের অনুরাগ
ছুঁয়ে দিয়ে গেছে শরৎ শিউলির সুবাস ঢেলে
মেঠো আল পথের আড়ালে যে ছবি আঁকত নিশি
গোধূলিসূর্য সাক্ষী স্পর্শকাতরপ্রেম অবুজ পাখা মেলে।

একলা আমি হারিয়ে গেছি
পথ পাই না শূন্য দিগন্তের ওপার বাংলায়
যেথা শান্তি আছে সুখ আছে জন্মভূমি নাই!
দুঃখ পেলেও আছি সুখের যন্ত্রনাতে
শত্রুরাও ভালো থাকুক আপন মহিমাতে।

© কলমে...শ্রী রাজু গরাই
#WritcoQuote #writco #writerRajuGarai #Love&love #nature #poem #viral #philosophy