কিছু অভিযোগ রাস্তা খোঁজে
আবদার আর করি না তোমার কাছে,
ইচ্ছেরা আজ বন্দি মনের ঘরে।
মনকে ভোলাতে শিখে গেছি আমি,
এখন মন পাথরের রূপ ধরে।
আবেগগুলো বড়ই অপ্রয়োজনীয়
থাক সেগুলো আবর্জনার ঘরে।
তবুও নিয়ম ভেঙে মাঝে মাঝে মন
তোমার কথা একটু মনে করে।
যাক সে...
ইচ্ছেরা আজ বন্দি মনের ঘরে।
মনকে ভোলাতে শিখে গেছি আমি,
এখন মন পাথরের রূপ ধরে।
আবেগগুলো বড়ই অপ্রয়োজনীয়
থাক সেগুলো আবর্জনার ঘরে।
তবুও নিয়ম ভেঙে মাঝে মাঝে মন
তোমার কথা একটু মনে করে।
যাক সে...