...

4 views

কিছু অভিযোগ রাস্তা খোঁজে
আবদার আর করি না তোমার কাছে,
ইচ্ছেরা আজ বন্দি মনের ঘরে।
মনকে ভোলাতে শিখে গেছি আমি,
এখন মন পাথরের রূপ ধরে।
আবেগগুলো বড়ই অপ্রয়োজনীয়
থাক সেগুলো আবর্জনার ঘরে।
তবুও নিয়ম ভেঙে মাঝে মাঝে মন
তোমার কথা একটু মনে করে।
যাক সে সব বিগত উপাখ্যানের
খোঁজ তোমার না নিলেও চলবে।
আবার আমি অভিযোগ করছি বলে
তুমি আমায় দশটা কথা বলবে।
দূরত্ব স্বাভাবিক নিয়মে আমাদের
সাবলম্বী করেছে যে যার মতো।
এক যুগ আগে এই ভাবতাম আমি
তোমার সাথে ঘর বাঁধলে কেমন হতো?
আজ পথে হঠাৎ দেখার সাথে
বুকের ভেতর চাপা আগুনের আঁচ।
পুরোনো স্মৃতি বুকের ভেতর জাগছে
মন যেন ভাঙা আয়নার কাঁচ।



© shashi