...

10 views

শোকতারা
আমি তোমার শোকতারা হই গো সই
তোমার আকাশে তাই
জ্বলজ্বল করে জ্বলে রই।
তূমি চেয়ে দেখ আর নাই দেখ
আমার চোখেতে চোখ
রাখো আর নাই রাখো
আমি তোমার মুখের দিকে চেয়ে
আমার মনের গোপন কথা কই।

এখন...