কবিতা----"হেরে যেতে শিখিনি"
হেরে যেতে শিখিনি তাই লড়ি,
শুনেছি বিদ্বানের কলমই নাকি ক্ষুরধার তরবারি,
তাই যাহা জানি নাই তাহা পড়ি,
সময়ে অসময়ে যখন তখন কলম উঁচিয়ে ধরি,
তোমরা তো জানো লেখকের চোখ বাঁধা
হাত বাঁধা মুখ বাঁধা,
কিন্তু কলম তো ন্যায়ের দণ্ডধারী,
সদা নির্ভয়ে তাই সত্য লিখে যাই,
লোকে যাই বলুক ভাই আমি অতোটুকুই পারি,
যাকিছু সুন্দর তার সবটুকু শিখি।
ভেসে যেতে শিখিনী তাই
স্রোতের বিপরীতে দাঁড়াই।
যা কিছু সত্য তা ই প্রাণপণে লিখি।।
🦋সঙ্গীতা🦋
শুনেছি বিদ্বানের কলমই নাকি ক্ষুরধার তরবারি,
তাই যাহা জানি নাই তাহা পড়ি,
সময়ে অসময়ে যখন তখন কলম উঁচিয়ে ধরি,
তোমরা তো জানো লেখকের চোখ বাঁধা
হাত বাঁধা মুখ বাঁধা,
কিন্তু কলম তো ন্যায়ের দণ্ডধারী,
সদা নির্ভয়ে তাই সত্য লিখে যাই,
লোকে যাই বলুক ভাই আমি অতোটুকুই পারি,
যাকিছু সুন্দর তার সবটুকু শিখি।
ভেসে যেতে শিখিনী তাই
স্রোতের বিপরীতে দাঁড়াই।
যা কিছু সত্য তা ই প্রাণপণে লিখি।।
🦋সঙ্গীতা🦋