...

7 views

জড়িয়ে যেয়ো না হয়


তোমার সাথে প্রথম দেখা, এমনি একদিন বৃষ্টিমুখর রাতে,
মুষলধারে বৃষ্টি তখন, সঙ্গে ছিল না ছাতা, তুমি একাকী পথে।
গাড়ী নিয়ে আমি অফিস ফেরত, করুন পরিণতি দেখে জাগল মানবিকতা,
কোনোকিছু না ভেবেই গাড়ী থামিয়ে নিলাম ডেকে, তুমি জানালে কৃতজ্ঞতা।
পাশের সীটে বসে, তবুও ভালোভাবে তোমায় তখনও হয় নি দেখা,
চলতে চলতেই চলল আলাপ পরিচয়, ভাব বিনিময়, গেল অনেক কিছুই শেখা।
এরপর থেকে ফোনালাপে চলছিল কুশল বিনিময়, তার বাইরে কিছুই নয়।
হঠাৎ একদিন তোমার জন্মদিনে পেলাম আমন্ত্রণ, মন হয়ে গেল চাঙ্গা,
জন্মদিনের উপহার পেয়ে দেখলাম তোমার মুখখানি হয়ে উঠল রাঙা।
এর বাইরেও আরো বেশি কিছু পেতে চায় যে মন, কিন্ত হয় নি তা বলা,
জড়িয়ে যেও নাহয় অকৃত্রিম ভালোবাসায়, রয়েছি আশায় বুঝলে ওহে চঞ্চলা।


© All Rights Reserved